Khoborerchokh logo

র‌্যাব-১ গাজীপুর সালনা এলাকা হতে অপহৃত ভিকটিমকে ০৮ ঘন্টা পর উদ্ধার , চক্রের দলনেতা গ্রেফতার। 42 0

Khoborerchokh logo

র‌্যাব-১ গাজীপুর সালনা এলাকা হতে অপহৃত ভিকটিমকে ০৮ ঘন্টা পর উদ্ধার , চক্রের দলনেতা গ্রেফতার।


       র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আ¯’া অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ১৬ ফেব্রয়ারি ২০২০ ইং তারিখ অনুমান ২০.৪৫ ঘটিকার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি গাজীপুর সদর থানাধীন চতর নয়াপাড়া এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অব¯’ান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর, সদর থানাধীন চতর নয়াপাড়া সাকিন¯’ জনৈক ফরহাদ মিয়ার বাড়ীর পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে অপহরণকারীরা র‌্যাবের উপ¯ি’তি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অপহরণকারী চক্রের দলনেতা আসামী ১। মোঃ ফারুক মন্ডল(২৮), পিতা-মোঃ নায়েব আলী, মাতা-মোসাঃ ছালেহা বেগম, সাং-এলেঙ্গা উত্তরপাড়া(বড়বাড়ী), থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-চতর নয়াপাড়া (রানার বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে চতর নয়াপাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়ীর গোপন কক্ষ থেকে অজ্ঞান অব¯’ায় অপহৃত ভিকটিম মোঃ আমিনুল ইসলাম(২৮), পিতা-মোঃ আজগর আলী, সাং-চর কলাকাটা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-মাওনা দারোগাচালা (জনৈক জয়নালের বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর দখল হইতে ০১টি চাপাতি, লণ্ঠিত নগদ ৩১০০/-টাকা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

ঘটনার বিবরণে জানা যায় যে, অপহৃত ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী।  সে অদ্য ১৬/০২/২০২০ ইং তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় তার নিজের বাসা মাওনা এলাকা হইতে গাজীপুর জেলার সদর থানাধীন চতর নয়াপাড়া এলাকায় ভাইয়ের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে গাজীপুর সালনা ব্রীজের উত্তর পার্শ্বে গাড়ী হতে নামা মাত্রই আটককৃত আসামী সহ অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে অপহরণ ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com